শরৎকালের ভোরবেলাতে
Saratkaler Vorbelate
কথা: সুব্রত নাথ
সুর: মৃত্যুঞ্জয় রায়
সংগীত: পরীক্ষিত দে(বাবাই)
কণ্ঠ: শুভজিত নাথ
[শরৎকালের ভোরবেলাতে
শিউলিফুলের গন্ধ ছড়ায়
দুর্গা এলো বাপের বাড়ি
আনন্দেতে মন হারায়]-২
দুর্গা তুমি দুর্গা,তুমি দুর্গা আমার মা
তুমি দুর্গা ওমা দুর্গা,তুমি দুর্গা আমার মা।
শরৎকালের ভোরবেলাতে
শিউলিফুলের গন্ধ ছড়ায়
দুর্গা এলো বাপের বাড়ি
আনন্দেতে মন হারায়
দুর্গা ওমা দুর্গা,তুমি দুর্গা আমার মা
তুমি দুর্গা ওমা দুর্গা,তুমি দুর্গা আমার মা।
বছর শেষে এলে যখন
এই ধরণীর মাঝে,
তোমায় নিয়ে সাজবো মোরা
[নতুন নতুন সাজে]-৩
নাচব মোরা ঢাকের তালে
বাঁধন খুলে আত্মহারায়
নাচব মোরা বাঁধন খুলে
আনন্দেতে আত্মহারায়
দুর্গা এলো বাপের বাড়ি
আনন্দেতে মন হারায়
দুর্গা ওমা দুর্গা,তুমি দুর্গা আমার মা
তুমি দুর্গা ওমা দুর্গা,তুমি দুর্গা আমার মা।
দে উলু দে উলু দে রে বাজা কাঁসর বাজা
উমা এলো বছর পরে
[বরণডালা সাজা]-৩
[আয়রে আয় আয়রে আয়
বাদ্যি বাজে সাঁঝবেলায়]-২
দুর্গা এলো বাপের বাড়ি
আনন্দেতে মন হারায়
দুর্গা ওমা দুর্গা,তুমি দুর্গা আমার মা
তুমি দুর্গা ওমা দুর্গা,তুমি দুর্গা আমার মা।
শরৎকালের ভোরবেলাতে
শিউলিফুলের গন্ধ ছড়ায়
দুর্গা এলো বাপের বাড়ি
আনন্দেতে মন হারায়
দুর্গা ওমা দুর্গা,তুমি দুর্গা আমার মা
[তুমি দুর্গা ওমা দুর্গা,তুমি দুর্গা আমার মা]-৩