লোকে বলে চোরের বাড়ি দালান ওঠে না
Loke bole chorer bari dalan uthe na
অ্যালবাম-চাচায় চা চায়
শিল্পী-নকুল কুমার বিশ্বাস
লোকে বলে চোরের বাড়ি
দালান ওঠে না।।
এখন চুরি ছাড়া দালান করার
চালান জোটে না।
দালান ওঠে না।।
এখন চুরি ছাড়া দালান করার
চালান জোটে না।
শুনি লেখাপড়া করে যে জন
গাড়ি ঘোড়ায় চড়ে সে জন।।
আমার প্রশ্নটা তোমাদের কাছে,
ক’জন শিক্ষকের গাড়ি আছে।।
করিমুদ্দি চড়ছে গাড়ি
ক-খ জানে না
এখন সলিমুদ্দি চড়ছে গাড়ি
ক-খ জানে না
লোকে বলে চোরের বাড়ি
দালান ওঠে না।।
শুনে আমার লাগে কষ্ট
অভাবে নাকি স্বভাব নষ্ট।।
তবে কেনো গরিবের ধন করে চুরি
বড় লোকে বাড়ায় ভুঁড়ি।।
স্বভাব নষ্ট করেও ওদের
অভাব মেটে না
কেন স্বভাব নষ্ট করেও ওদের
অভাব মেটে না
লোকে বলে চোরের বাড়ি,
দালান ওঠে না।।
জ্ঞানী-গুনী সবাই বলে,
সবুরেতে মেওয়া ফলে।।
হঠাৎ করে অনেকেই আজ
আঙ্গুল ফুলে হয় কলা গাছ।।
জীবন ভর সবুরেও
মেওয়া ফলে না
ও জীবন ভর সবুরেও
কারো মেওয়া ফলে না
লোকে বলে চোরের বাড়ি
দালান ওঠে না।।
এখন চুরি ছাড়া দালান করার
চালান জোটে না।