লীলা যার নাইরে সীমা
Leela Jar Naire Sima
লীলা যার নাইরে সীমা
কোন সময় কোন রূপ সে ধরে।
সাঁই’র লীলা বুঝবি খ্যাপা কেমন করে।।
গঙ্গায় গেলে গঙ্গা জল হয়,
গর্তে গেলে কুপজল কয়, বেদ বিচারে।
তেমনি সাঁই’র বিভিন্ন নাম জানায় পাত্র অনুসারে।।
আপনি ঘর আপনি ঘরি,
আপনি করেন রসের চুরি, ঘরে ঘরে।
আপনি করেন ম্যাজেস্টারি আপন পায়ে বেড়ি পরে।।
একে বয় অনন্ত ধারা,
তুমি আমি নাম বেওয়ারা, ভবের পরে।।
লালন বলে আমার আমি জানলে ধাঁধাঁ যেত দুরে।।