রোজ কেয়ামত হচ্ছে ভবে বোঝ সবে | Roj Keyamot Hocche Bhobe Bojho Sobe | Song Lyrics

রোজ কেয়ামত হচ্ছে ভবে বোঝ সবে
Roj Keyamot Hocche Bhobe Bojho Sobe
Song Lyrics
ফকির লালন সাঁই
রোজ কেয়ামত হচ্ছে ভবে বোঝ সবে ।
খোদা মানুষ দ্বারা সকল করায়
নয়ন খুলে দেখতে পাবে ।।
খোদা দলিলে ছেফাত
হিসাব করবে রাজ যে যেমন করিবে
দিনে দিনে বিচার হচ্ছে
যত দিন সংসার থাকিবে ।।
খোদার সংসার যত রয়েছে
বাদশার তাবেদারী লিখে
আইন করেছে আইন বিচার
হচ্ছে আইন যে ভাবে ।।
বিচার বেলায়াত জেলখানাতে
হচ্ছে বিচার গাঁয়ে গাঁয়ে বাড়িতে
লালন কহিছে আদি নেকি বদি
সব এই খানেই ফ’লে যাবে ।।
রোজ কেয়ামত হচ্ছে ভবে বোঝ সবে | Roj Keyamot Hocche Bhobe Bojho Sobe | Song Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *