রাধে নিশি হলো ভোর
Radhe Nishi Hoilo Bhor
কথা ও সুর: ব্রজনাথ
রাধে নিশি হলো ভোর
বিদায় দাও গো বিধুমুখী যাই ব্রজপুর,
জাগিলে পাড়ার লোকে আমায় বলবে চোর।।
রাধে গো, গগনে উদয় ভানু
মায়ে ডাকে আয় কানু।
গাই দোয়াতে ধরিতে বাছুর।
তুমি হাসিমুখে দাওগো বিদায় যাব বহুদূর।।
রাধে গো কোকিলার কুহু সুরে
প্রাণটি আমার কাপে ডরে
তোমার প্রেমে হইয়াছি বিভোর।
তোমার কুলমান বজাইয়া রাইখো ননদী নিষ্ঠুর।।
রাধে গো ভাবিয়া কয় ব্রজনাথে
(কেউ যদি কেউ দেখে বোঝে)
কি জানি কি পাই গো পথে
চলিতে চরণে না পাই জোর,
তোমার দাসের প্রতি রাইখো দয়া বাইন্দা প্রেম ডোর।