রাজরাণী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া | Rajrani Mira Bhikharini, Giridhari Tomar Lagiya | Key Lyrics

রাজরাণী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া
Rajrani Mira Bhikharini, Giridhari Tomar Lagiya
মীরা ভজন
শিল্পী-সন্ধ্যা রাণী বালা
রাজরাণী মীরা ভিখারিণী
গিরিধারী তোমার লাগিয়া
রাজরাণী মীরা ভিখারিণী
গিরিধারী তোমার লাগিয়া গো
গিরিধারী তোমার লাগিয়া।
রাজরাণী মীরা ভিখারিণী
গিরিধারী তোমার লাগিয়া গো
গিরিধারী তোমার লাগিয়া।
লোকে বলে মীরা পাগলিনী
রানা বলে মীরা কলঙ্কিনী।
লোকে বলে মীরা পাগলিনী
হে গিরিধারী গিরিধারী গিরিধারী
লোকে বলে মীরা পাগলিনী
রানা বলে মীরা কলঙ্কিনী।
গিরিধারী তোমার লাগিয়া গো।।
গিরিধারী তোমার লাগিয়া
রাজরাণী মীরা ভিখারিণী
গিরিধারী তোমার লাগিয়া গো
গিরিধারী তোমার লাগিয়া।
পথে পথে ফিরি উদাসিনী
হরি নামে মীরা ভিক্ষা মাগি
পথে পথে ফিরি উদাসিনী
হে গিরিধারী গিরিধারী গিরিধারী
পথে পথে ফিরি উদাসিনী,
হরি নামে মীরা ভিক্ষা মাগি।।
গিরিধারী তোমার লাগিয়া গো
গিরিধারী তোমার লাগিয়া
রাজরাণী মীরা ভিখারিণী
গিরিধারী তোমার লাগিয়া গো
গিরিধারী তোমার লাগিয়া।
কোথায় আছ ওহে বংশীধারী,
কোথায় আছ ওহে গিরিধারী।।
মীরা আছে আসা পথ চাইয়া গো,
গিরিধারী তোমার লাগিয়া।।
রাজরাণী মীরা ভিখারিণী
গিরিধারী তোমার লাগিয়া
রাজরাণী মীরা ভিখারিণী
গিরিধারী তোমার লাগিয়া গো।।
গিরিধারী তোমার লাগিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *