রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে
Ranga Paye Ranga Jaba Kemon Sejeche
শিল্পী-শ্রীকুমার চট্টোপাধ্যায়
[রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে?]-২
চরণ দু’টি ঘিরে আমার
মাগো চরণ দু’টি ঘিরে আমার,মন মজেছে।
রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে ?
মাগো রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে ?
[পদশোভা নিরখিয়ে,
তাই তো শিব শব হয়েছেন]-২
[ব্রহ্মা বিষ্ণু নারদাদি ধ্যানে রয়েছেন]-২
সার্থক জন্ম পেয়ে জবা
মাগো সার্থক জন্ম পেয়ে জবা
চরণে স্থান পেয়েছে।
[রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে ?]-২
ভবসাগর পাড়ি দিবি চরণ ধ্যানে মেতে যাবি
ভবসাগর পাড়ি দিবি মাগো মাগো মা মাগো
ভবসাগর পাড়ি দিবি চরণ ধ্যানে মেতে যাবি
[তবে মায়ের কোলের ছেলে হবি]-২
জানবি সব গোলমাল বেধেছে
[রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে ?]-২
[চরণ দু’টি ঘিরে আমার]-২
মন মজেছে।
[রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে ?]-২