রাঙা জবা দিতে গিয়ে,
মরি আমি লজ্জা পেয়ে।।
তোর চরণ যে মা আরো রাঙা,
বনের জবা ফুলের চেয়ে।
রাঙা জবা দিতে গিয়ে,
মরি আমি লজ্জা পেয়ে
রাঙা জবা দিতে গিয়ে।
এমন রাঙা জবার ডালি,
কোন্ বনে পাব মা কালী।।
আমি চেয়ে চেয়ে দেখি শুধু,
ওরে ধারা বহে নয়ন বেয়ে মা-
রাঙা জবা দিতে গিয়ে,
মরি আমি লজ্জা পেয়ে;
রাঙা জবা দিতে গিয়ে।
নৃত্য কালী রুপে মাগো
নৃতে যখন উঠি শুনিতে
পাছে তোর চরণে ব্যথা বাজে,
শিব দিল তাই হৃদয় পেতে,
ঐ চরণে ওমা শ্যামা,
সন্তানে তোর,ঠাঁই দেরে মা।।
ওরে মায়ার বাঁধন মুক্ত করে
মুক্তকেশী কালো মেয়ে মা।
রাঙা জবা দিতে গিয়ে,
মরি আমি লজ্জা পেয়ে,
তোর চরণ যে মা,আরো রাঙা,
বনের জবা ফুলের চেয়ে।
রাঙা জবা দিতে গিয়ে,
মরি আমি লজ্জা পেয়ে,
রাঙা জবা দিতে গিয়ে।
(শিল্পী-শ্রীকুমার চট্টোপাধ্যায়)