রাঙা জবা কে দিল তোর পায়ে
Ranga Jaba Ke Dilo Tor Paye
কথা: গিরিশচন্দ্র ঘোষ
সুর: গিরিশচন্দ্র ঘোষ
তাল: কাওয়ালি
শিল্পী: রামকুমার চট্টোপাধ্যায়
[রাঙা জবা কে দিল তোর পায়ে মুঠো মুঠো]-২
[দে না মা সাধ হয়েছে,পরিয়ে দে না মাথায় দুটো]-২
রাঙা জবা কে দিল তোর পায়ে মুঠো মুঠো
রাঙা জবা কে দিল তোর পায়ে।
মা বলে মা ডাকবো তোরে মা
মা বলে মা ডাকবো তোরে
হাত তালি দে নাচব ঘুরে।
[দেখে তুই হাসবি কত]-২
আবার বেঁধে দিবি মাথায় ঝুটো
দেখে তুই হাসবি কত
আবার বেঁধে দিবি মাথায় ঝুটো
রাঙা জবা কে দিল তোর পায়ে মুঠো মুঠো
রাঙা জবা কে দিল তোর পায়ে।