রণ দুন্দুভি উঠল বেজে
Ranodundubhi Utilo Beje
গীতিকার ও সুরকার: শঙ্কর গোস্বামী
শিল্পী: ইন্দ্রজিৎ
[রণ দুন্দুভি উঠল বেজে
রণ দুন্দুভি উঠল বেজে
যুদ্ধে চলেছেন মহামায়া আজ
অপূর্ব সাজ সেজে]-২
[রণ দুন্দুভি উঠল বেজে]-২
[অষ্টহাস মহাকাশ যেন
চাঁদে প্রলয়ের ধ্বনি,
সিংহবাহিনী মা যে হাসেন,
দিতে অভয়ের বাণী]-২
[মেঘমালাসম অপূর্ব রূপ]-২
আজ যেন ওঠে গরজে
[রণ দুন্দুভি উঠল বেজে]-২
[দিব্যশক্তি সঙ্গী মায়ের
দিব্য জ্যোতির প্রকাশ
শঙ্খ নিনাদে ঘন্টার ধ্বনি,
মুখর আকাশ বাতাস]-২
[দশ হাতে আজ দশপ্রহরণ]-২
সেজেছে সমর সাজে
[রণ দুন্দুভি উঠল বেজে]-২
যুদ্ধে চলেছেন মহামায়া আজ
অপূর্ব সাজ সেজে
[রণ দুন্দুভি উঠল বেজে]-২