রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে
Rokto Golap Makhiye Niye
ছায়াছবি: নয়নমনি
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
শিল্পী: বাপ্পী লাহিড়ী
[রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে
সুরের চন্দনে
অঞ্জলি আজ দিলাম
বীণাপাণির চরণে
মাগো গ্রহণ কর]-২
কণ্ঠ আমার রুদ্ধ
ওরা করতে পারেনি;
বাঁধার প্রাচীর দিয়ে আমায়
ধরতে পারিনি
বিরুপ তুমি হইও না আমার
দেরির কারনে
অঞ্জলি আজ দিলাম
বীণাপাণির চরণে
মাগো গ্রহন কর।
রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে
সুরের চন্দনে;
অঞ্জলি আজ দিলাম,
বীণাপাণির চরণে,
মাগো গ্রহণ কর।
তোমার সুরে আশীর্বাদে
একটু করুণায়;
অসুরজনের আঘাত স’য়ে
মন যে গেয়ে যায়।
গান ছাড়া তো কিছুই আমি
চাইনা জীবনে।
অঞ্জলি আজ দিলাম,
বীণাপাণির চরণে,
মাগো গ্রহণ কর।
রক্ত গোলাপ মাখিয়ে নিয়ে
সুরের চন্দনে;
অঞ্জলি আজ দিলাম,
বীণাপাণির চরণে,
মাগো গ্রহণ কর।