যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর | Jogi Shiv Sankar Bhola Digambar | Song Lyrics

যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর
Jogi Shiv Sankar Bhola Digambar
নজরুল গীতি
রাগঃ আড়ানা
তালঃ ঝাঁপতাল
শিল্পী-নীলমণি সিংহ
যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর,
ত্রিলোচন দেবাদিদেব ধ্যানে সদা মগন॥
যোগী
চির শ্মশানচারী অনাদি সমাধিধারী
চির শ্মশানচারী
চির শ্মশানচারী অনাদি সমাধিধারী।
স্তব্ধ ভয়ে চরণে তাঁরি প্রণতি করে গগন॥
যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর
ত্রিলোচন দেবাদিদেব ধ্যানে সদা মগন।
যোগী
ত্রিশূল-বিষাণ রহে পড়িয়া পাশে,
ললাটে শশী নাহি হাসে।।
গঙ্গা তরঙ্গ-হারা ভীত ভুবন।।
ত্রাহি হে শম্ভু শিব
ত্রাসে কাঁপে জড় ও জীব।
ত্রাহি হে শম্ভু
ত্রাহি হে শম্ভু শিব,
ত্রাসে কাঁপে জড় ও জীব।।
ভোলো এ ভীষণ তপ গাহিতেছে সঘন॥
যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর,
ত্রিলোচন দেবাদিদেব ধ্যানে সদা মগন॥
যোগী শিব যোগী শিব যোগী

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *