যে গুণে বন্ধুরে পাবো
Je Gune Bondhre Pabo
শাহ আব্দুল করিম
যে গুণে বন্ধুরে পাবো
যে গুণে বন্ধুরে পাবো
সে গুণ আমার নাই গো
সে গুণ আমার নাই।।
প্রাণপাখি মনের আনন্দে, ঠেকেছে পীড়িতের ফান্দে
তবে কেন নিরানন্দে কেঁদে দিন কাটাই?
যে গুণে বন্ধুরে পাবো…
যে গুণে আনন্দ বাড়ে, আদর করে রাখে ধারে
গুণ নাই আমার, করজোড়ে চরণ ছায়া চাই গো
যে গুণে বন্ধুরে পাবো…
হইতাম যদি গুণে গুণী, পাইতাম গো সেই পরশমণি
এ করিমের দিন-রজনী আর ভাবনা নাই গো
যে গুণে বন্ধুরে পাবো…