যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে – Je khoti ami niyechilam mene

 যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

Je khoti ami niyechilam mene

কন্ঠ : মান্না দে

কথা : পুলক বন্দ্যোপাধ্যায়

সুর : প্রভাষ দে

যে ক্ষতি আমি নিয়ে ছিলাম মেনে

সেই ক্ষতি পূরণ করতে কেন এলে

কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে

আমি যে সব কথা গিয়েছিলাম ভূলে

রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে

সেই পাখিকে ডাকলে কেন নতুন পাখা মেলে

আমার যা কিছু আকাঙ্ক্ষা, যা কিছু অনুভব

পাথর হয়ে বুকের মাঝে জমে ছিল সব

সেই পাথর চাপা ঝরণাকে আবার

বললে কেন সময় হলো নদী হয়ে যাবার

জানি না তো কোন মরুতে রাখবে তারে ফেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *