যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
Je Khoti Ami Niyechilam Mene (1983)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: প্রভাস দে
কণ্ঠ: মান্না দে
Je Khoti Ami Niyechilam Mene (1983)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: প্রভাস দে
কণ্ঠ: মান্না দে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
[যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পূরণ করতে কেন এলে]-২
কী খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে।
[(আমি) যে সব কথা গিয়েছিলাম ভুলে,
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে]-২
সেই পাখিকে ডাকলে কেন নতুন পাখা মেলে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে।
[আমার যা কিছু আকাঙ্খা যা কিছু অনুভব
পাথর হয়েই বুকের মাঝে জমেছিল সব]-২
সেই পাথরচাপা ঝর্ণাকে আবার
বললে কেন সময় হল নদী হয়ে যাবার
জানিনা তো কোন মরুতে রাখবে তারে ফেলে
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পূরণ করতে কেন এলে
কী খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে
যে ক্ষতি যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে।