যে করে না স্বামী ভক্তি
Je Kore Na Swami Vokti
কথা-দিলীপ হালদার
সুর-প্রসেনজিৎ বর্মণ
সঙ্গীত-পিটু নন্দী
শিল্পী-গোপাল হালদার
[যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তাঁর মানায়?
স্বামীর চেয়ে দামী কিছু নেই রে দুনিয়ায়]-২
স্বামীর চেয়ে দামী কিছু নেই রে দুনিয়ায়।
[গৃহলক্ষ্মী নারী যে হয় সমাজের সম্মান,
যুগে যুগে আছে কত নারীর অবদান]-২
[সাবিত্রী বেহুলা সতী]-২
মরা স্বামীর প্রাণ বাঁচায়।
[স্বামীর চেয়ে দামী কিছু নেই রে দুনিয়ায়]-২
[সংসার সুখের হয় রমণীর গুণে,
সতী করে পতি সেবা জনমে জনমে]-২
[সতী হওয়া যায়না শুধু শাঁখা সিঁদুর পড়িলে,
থাকেনা সুখ শান্তি স্বামীর সেবা না করিলে]-২
দিলীপ বলে স্বামী সেবায়
কমল বলে স্বামী সেবায়
জগৎ-স্বামী পাওয়া যায়।
[স্বামীর চেয়ে দামী কিছু নেই রে দুনিয়ায়]-২
[যে করেনা স্বামী ভক্তি]-২
বউ হওয়া কি তাঁর মানায় ?
[স্বামীর চেয়ে দামী কিছু নেই রে দুনিয়ায়]-৪