যেদিন যাবি শশ্মান ঘাটে
Jedin Jabi Shoshan Ghate
এ্যালবাম: সাধের একতারা
কথা: সুকণ্ঠ অধিকারী
সুর: সুকণ্ঠ অধিকারী
সঙ্গীত: সুজন বিশ্বাস
শিল্পী: সত্য রঞ্জন মন্ডল
উপরওয়ালা ডাকবে যেদিন কারো বাঁধন মানবে না
[যেদিন যাবি শশ্মান ঘাটে পালঙ্ক কেউ দেবেনা
হিসাবের ফল শূন্য হবে কিছুই যে তোর থাকবে না]-২
[ঘি মাখাবে অঙ্গে রে তোর আতর দেবে ছড়িয়ে
আপন-স্বজন কাঁদবে রে তোর শিয়রেতে দাঁড়িয়ে]-২
হিরে-মুক্তো স্বর্ণ-দানা সঙ্গে কিছুই দেবেনা,
দুদিন পর ভুলবে সবাই কেউ তো মনে রাখবে না।
[বাসী দেহ ফেলে যেদিন যাবি রে তুই চলে
ব্যস্ত হবে বন্ধু-স্বজন ওঠাবে চৌদলে]-২
সব প্রয়োজন শেষ হবে তোর
কোনো কাজেই লাগবি না।
ফুরাবে তোর জীবন খাতা কোন হিসাব থাকবেনা
যেদিন যাবি শশ্মান ঘাটে পালঙ্ক কেউ দেবেনা
হিসাবের ফল শূন্য হবে কিছুই যে তোর থাকবে না
[কিছুই যে তোর থাকবে না]-২