Jar Mukhe Vai Hori Kotha Nai Lyrics | যার মুখে ভাই হরি কথা নাই

Jar Mukhe Vai Hori Kotha Nai Lyrics

যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না

Jar Mukhe Vai Hori Kotha Nai, Tar Kache Tumi Jeo Na Lyrics

(শিল্পী-বিশাখা দেবীদাসী)

 

Jar Mukhe Vai Hori Kotha Nai Lyrics

 

যার মুখে ভাই হরি কথা নাই,
তার কাছে তুমি যেওনা,
যার মুখ দেখে ভুলে যাবে হরি,
তার মুখপানে চেওনা।।
ক’দিন রহিবে ভব মাঝে আর,
অবিলম্বে কর যাহা করিবার।।

 

পরের কথায় কিবা আসে যায়,
মিছে দাগা তুমি পেওনা।
যার মুখে ভাই হরি কথা নাই
তার কাছে তুমি যেওনা
যার মুখ দেখে ভুলে যাবে হরি
তার মুখপানে চেওনা।
কে তোমাকে কবে কি কথা কহিবে,
সে কথা ভাবিলে আর কি চলিবে।।

 

বিপদে সম্পদে রাখিবে যে পদে
তার পদ কেন ভাবো না।
যার মুখে ভাই হরি কথা নাই
তার কাছে তুমি যেওনা
যার মুখ দেখে ভুলে যাবে হরি
তার মুখপানে চেওনা।
হরি কথা কও,হরিগুণ গাও,
হরি নাম রসে সদা মত্ত হও।।

 

হরিনাম গীতি গাও নিতি নিতি
অন্য কোন গীতি গেওনা।
যার মুখে ভাই হরি কথা নাই
তার কাছে তুমি যেওনা
যার মুখ দেখে ভুলে যাবে হরি
তার মুখপানে চেওনা।
যার মুখে ভাই হরি কথা নাই
তার কাছে তুমি যেওনা
যার মুখ দেখে ভুলে যাবে হরি
তার মুখপানে চেওনা।
যার মুখে ভাই হরি কথা নাই
তার কাছে তুমি যেওনা
যার মুখ দেখে ভুলে যাবে হরি
তার মুখপানে চেওনা।

 

যার মুখে ভাই হরি কথা নাই

যার মুখে ভাই হরি কথা নাই,
তার কাছে তুমি যেওনা,
যার মুখ দেখি ভুলে যাবে হরি,
তার মুখপানে চেওনা।।
ক’দিন রহিবে ভব মাঝে আর,
অবিলম্বে কর যাহা করিবার।।
পরের কথায় কিবা আসে যায়।।
মিছে দাগা তুমি পেওনা।
যার মুখে ভাই হরি কথা নাই
তার কাছে তুমি যেওনা
যার মুখ দেখি ভুলে যাবে হরি
তার মুখপানে চেওনা।
কে তোমাকে কবে কি কথা কহিবে,
সে কথা ভাবিলে আর কি চলিবে।।
বিপদে সম্পদে রাখিবে যে পদে।।
তার পদ কেন ভাবো না।
যার মুখে ভাই হরি কথা নাই
তার কাছে তুমি যেওনা
যার মুখ দেকখি ভুলে যাবে হরি
তার মুখপানে চেওনা।
হরি কথা কও,হরিগুণ গাও,
হরি নাম রসে সদা মত্ত রও।।
হরিনাম গীতি গাও নিতি নিতি।।
জুড়াবে মনের যাতনা।
যার মুখে ভাই হরি কথা নাই
তার কাছে তুমি যেওনা
যার মুখ দেখি ভুলে যাবে হরি।
তার মুখপানে চেওনা।
যার মুখ দেখি ভুলে যাবে হরি,
তার মুখপানে চেওনা।।

 

Jar Mukhe Bhai Hari Katha Nai Lyrics in English

(1)

jār mukhe bhāi, hari-kathā nāi

tār kāche tumi jeo nā

jār mukhe dekhi, bhule jābe hari

tār mukhapāne ceo nā

(2)

kadina rahibe, bhava mājhe ār

abilambe kara jāhā karibār

parer kothāy kibā āse jāy

miche dāgā tumi peo nā

(3)

ke tomāke kabe ki kothā kahibe

se kathā bhābile ār ki calibe

vipade sampdae rākhibe je pade

tāńr pada keno bhāva nā

(4)

(kevala) hari kathā kaha, hari guṇa gāo

harināma rase sadā matta hao

harināma gīti gāo niti niti

anya kono gīti geo nā

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *