যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর | নোনা জল | Jar Buke Dheu Thake Tar Buke Ghor | Nona Jol | পিন্টু ঘোষ ও সানজিদা মাহমুদ নন্দিতা

শিরোনামঃ নোনা জল
শিল্পীঃ পিন্টু ঘোষ ও সানজিদা মাহমুদ নন্দিতা
অ্যালবামঃ হালদা
সুরকারঃ পিন্টু ঘোষ
যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর
জোয়ার ভাটায় খেলা করে না তো পর।।
জীবন নদীর মতো ঢেউ থামে না,,
কেউ তার পার পায় কেউ পায় না
আহা জীবন কতো ভালোবাসা ভাসি
নোনা জল নোনা জলে কতো হাসাহাসি।।
তবু ভোর হয় সোনালি রঙে
রাত জেগে থাকে রূপালী চাঁদে,
স্বপ্নেরা কাপে তারার সাথে
মীন কন্যা ভাসে,মীন কন্যা ভাসে,
নোনা জল নোনা জলে কতে হাসাহাসি।।
যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর | নোনা জল | Jar Buke Dheu Thake Tar Buke Ghor | Nona Jol | পিন্টু ঘোষ ও সানজিদা মাহমুদ নন্দিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *