যার নয়নে নয়ন চিনেছে | Jar Noyone Noyon Chineche | Key Lyrics

যার নয়নে নয়ন চিনেছে

সাঁই লালন

যার নয়নে নয়ন চিনেছে

তার প্রভেদ কি বা রয়েছে ।

বললে পাপী হবে বা কি

এবার বুঝি ভুল হয়েছে ।।

শব্দ শুনি তুমি আমি

আসল কাজে কে আসামি

জগত কর্তা হলে তুমি

বলো দেখি কার কাছে ।।

মূল আসামি তুমি হলে

আমায় ফেলো গোলমালে

এখন তুমি ভক্ত বলে

দেখ আপন নিজ কাছে ।।

তোমার লীলা তোমার বোল

তোমার ভিয়ান তোমার মহল

লালন বলে ওহে দয়াল

এখন বুঝি প্যাঁচ পড়েছে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *