যাবি যদি অখন্ড ধাম
Jabi Jodi Akhanda Dham
যাবি যদি অখন্ড ধাম
করো গুরুচাঁদের উপাসনা।
মুহাম্মদী সূর্যের জ্যোতি
আলী চন্দ্রে কেন দেখো না।।
পাঞ্চতত্ত্বে রাত দিন উদয়
আদি চাঁদ রয় অমাবস্যায়
গরল চাঁদ ঢেউ দেহ কিনারায়
পাড় ভাঙে দোহাই মানে না।।
হুসে দম যার নেগায় কদম
সরল চন্দ্রে টেনেছে বাদাম
অমাবস্যায় পূর্ণিমা হরদম
রুহু চাঁদের সুরতখানা।।
গুরুচাঁদ নীল পদ্মাসনে
নিহার রাখো ঊর্ধ্ব টানে
সাত পাঁচ বার মিলনে
আটাশ বিয়োগ বুঝে দেখো না