যাও হে শ্যাম, রাই কুঞ্জে আর এসো না
Jau He Shyam, Rai Kunje Ar Eso Na
যাও হে শ্যাম
রাই কুঞ্জে আর এসো না।
এলে ভালো হবেনা।।
গাছ কেটে জল ঢালো পাতায়,
এ চাতুরি শিখলে কোথায়,
উচিত ফল পাবে হেথায়,
তা নইলে টের পাবে না।।
করতে চাও শ্যাম নাগরালী,
যাও যেথা সেই চন্দ্রাবলী,
এ পথে পড়েছে কালি,
এ কালি আর যাবে না।।
কেলে সোনা জানা গেলো,
উপর কালো ভিতর কালো,
লালন বলে উভয় ভালো,
করি উভয় বন্দনা।।