যদি রাত পোহালে শোনা যেত | Jodi Raat Pohale Shona Jeto Lyrics

Song: Jodi Raat Pohale Shona Jeto | যদি রাত পোহালে শোনা যেত
Singer: Liza
গীতিকার: হাসান মতিউর রহমান
সুরকার: মলয় কুমার গাঙ্গুলী




যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই
রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই।
যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই।
তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।
যে মানুষ ভীরু কাপুরুষের মতো, করেনি কো কখনো মাথা নত।
এনেছিল হায়েনার ছোবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা।
কে আছে বাঙ্গালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মুল্য।
সত্যকে মিথ্যার আড়াল করে, যায় কি রাখা কখনো তা।
যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই।
যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই।
তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *