যদি ভুলে যাও মোরে | Jodi Bhule Jao More | Lyrics

যদি ভুলে যাও মোরে
Jodi Bhule Jao More
কথা: প্রণব রায়
সুর: সুবল দাশগুপ্ত
শিল্পী: ধনঞ্জয় ভট্টাচার্য
ভুলে যাও মোরে
যদি ভুলে যাও মোরে
জানাব না অভিমান,
আমি এসেছিনু তোমার সভায়
দু’দিন শোনাতে গান
ভুলে যাও মোরে।
[আমি এসেছিনু অবসর ক্ষণে,
মুকুল ফোটাতে তব মন-বনে]-২
তার বিনিময়ে আমি কোনোদিন
চাইনি তো প্রতিদান
আমি এসেছিনু তোমার সভায়
দু’দিন শোনাতে গান
ভুলে যাও মোরে।
[প্রভাতে কে আর মনে রাখে বলো
রজনী শেষের চাঁদে
শুধু দু’দিনের সাথীরে কে আর
মালার বাঁধনে বাঁধে]-২
[গান সারা হলো আমি যাই সরে,
কোন ক্ষতি নাই ভুলে যেও মোরে]-২
তোমার আকাশে ফুটুক জোছনা
মোর দিন অবসান;
আমি এসেছিনু তোমার সভায়
দু’দিন শোনাতে গান
ভুলে যাও মোরে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *