যদি ব্রজের লতা হইতাম
Jodi Brojer Lota Hoitam
Bhajan Song
যদি ব্রজের লতা হইতাম,
বৃক্ষ মূলে পড়ে থাকতাম।
ভক্ত, বৈষ্ণব হেঁটে যেতে,
তাদের চরণ ধূলা লইতাম।।
লতা হয়ে শ্রীকৃষ্ণ পেল।
আমার মানব জনম বৃথা গেল।।
তাই শ্রীগুরুদেব।
প্রভুপাদ শ্রীল চৈতন্য সুন্দর গোস্বামীজী বলেছেন?
পেয়ে জনম হারাইলে আরকি জনম হবে।
এমন সেই জনম পেয়ে ভজলাম না মাধবে।।
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।