যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে
Jodi Esecho He Gour Jib Twarate
যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে।
জানবো এই পাপী হতে।।
নদীয়া নগরে ছিল যত জন।
সবারে বিলাইলে প্রেমরত্নধন।
আমি নরাধম, না জানি মরম,
চাইলে না হে গৌর আমা পানেতে।।
তোমার সুপ্রেমের হাওয়ায়।
কাঠের পুতুল নলিন হয়।
আমি দীনহীন, ভজন বিহীন,
অপার হয়ে বসে রইলাম কুপথে।।
মলয় পর্বতের উপর।
যত বৃক্ষ সবই হয় সার।
কেবল যায় জানা, বাঁশে সার হয়না,
লালন প’লো তেমনি প্রেম শূন্য চিতে।।