যদিও রজনী পোহালো
Jodio Rajani Pohalo
ছায়াছবি: বাঘিনী (১৯৬৮)
কথা: মুকুল দত্ত
সুর: হেমন্ত মুখোপাধ্যায়
কণ্ঠ: লতা মঙ্গেশকর
Jodio Rajani Pohalo
ছায়াছবি: বাঘিনী (১৯৬৮)
কথা: মুকুল দত্ত
সুর: হেমন্ত মুখোপাধ্যায়
কণ্ঠ: লতা মঙ্গেশকর
[যদিও রজনী পোহালো তবুও,
দিবস কেন যে এলো না এলো না]-২
সজল মেঘের পরাণ ঝরিয়া,
বরিষণ কেন তবু হলো না হলো না।
যদিও রজনী।
[লোকে মোরে কলঙ্কিনী নাম দিয়ে,
বোঝেনা তো কত জ্বালা মন নিয়ে]-২
[বলে বলুক লোকে মানিনা মানিনা,
কলঙ্ক আমার ভালো লাগে]-২
পিরিতি আগুনে জীবন সঁপিয়া
জ্বলে যাওয়া আজো হলোনা হলোনা
যদিও রজনী পোহালো তবুও,
দিবস কেন যে এলো না এলো না
যদিও রজনী।
[এমন পথ চলা ভালো লাগেনা]-২
আমার অঙ্গ দোলে তরঙ্গে তরঙ্গে
কেউনা বাঁধে যদি পথ হারাবে নদী
ভালো লাগেনা লাগেনা।
[ভালবেসে মরি যদি সেও ভালো,
ঘর বেঁধে যদি মরি আরো ভালো]-২
[এসো এসো হে বঁধু জ্বলিতে জ্বলিতে,
মরণ আমার ভালো লাগে]-২
কপালেরও লেখা সিঁদুরে ঢাকিয়া
পথ চাওয়া আজো হলোনা হলোনা
যদিও রজনী পোহালো তবুও,
দিবস কেন যে এলো না এলো না
যদিও রজনী।