যখন এমন হয়
Jokhon Emon Hoy
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: মৃণাল বন্দ্যোপাধ্যায়
কণ্ঠ: মান্না দে
Jokhon Emon Hoy
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: মৃণাল বন্দ্যোপাধ্যায়
কণ্ঠ: মান্না দে
যখন এমন হয়
জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা
ভাবি গঙ্গায় ঝাঁপ দিই
রেলের লাইনে মাথা রাখি।
কে যেন হঠাৎ বলে-
আয় কোলে আয়,
আমি তো আছি,ভুললি তা কি?
মাগো,সে কি তুমি,সে কি তুমি?
লাঞ্ছনা শুধু লাঞ্ছনা,
স্বজনের কটু গঞ্জনা।।
দিনরাত শুনে শুনে
যখন সারাটা গায়ে
আগুন জ্বলে;
কে যেন হঠাৎ বলে-
আয় কোলে আয়,
আমি তো আছি,ভুললি তা কি?
মাগো,সে কি তুমি,সে কি তুমি?
যখন ভালোবাসা বহু পথ ঘুরে,
চলে যায় দূর থেকে দূরে।।
বন্ধুর দরজাতে
যত কিছু করাঘাত
যায় বিফলে।
কে যেন হঠাৎ বলে-
আয় কোলে আয়,
আমি তো আছি,ভুললি তা কি?
মাগো,সে কি তুমি,সে কি তুমি?
যখন এমন হয়
জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা
ভাবি গঙ্গায় ঝাঁপ দিই
রেলের লাইনে মাথা রাখি।
কে যেন হঠাৎ বলে-
আয় কোলে আয়,
আমি তো আছি,ভুললি তা কি?
মাগো,সে কি তুমি,সে কি তুমি?
মাগো,সে কি তুমি?