মোরে রাখো রাঙা দুটি পায় | More Rakho Ranga Duti Pay | Key Lyrics

মোরে রাখো রাঙা দুটি পায়
More Rakho Ranga Duti Pay
কথা,সুর,সঙ্গীত: মনমোহন সিং
শিল্পী: অনুপ জালোটা
[মোরে রাখো রাঙা দুটি পায়]-২
[এইটুকু দয়া শুধু কর তুমি আমায়]-২
এই মিনতি করি গো তোমায়
[মোরে রাখো রাঙা দুটি পায়]-২
[চাইনা কিছুই আর করাল বদনী
দিবানিশি ডেকে যাব তোমাকেই আমি]-২
[এভাবেই কেটে যায় যেন এ জীবন]-২
আর মন কিছু নাহি চায়
[মোরে রাখো রাঙা দুটি পায়]-২
দুঃখ ব্যথা যত দেবে তুমি দাও
[জানি শেষে ভালবেসে কোলে তুলে নাও]-২
[দুঃখের ফুল দিয়ে গেঁথে দেব মালা
ব্যথাতে সাজিয়ে দেব পূজার ডালা]-২
[পায় যেন ঠাঁই তাই চরণে তোমার]-২
ফিরিয়ে দিওনা তুমি তায়
[মোরে রাখো রাঙা দুটি পায়]-২
[এইটুকু দয়া শুধু কর তুমি আমায়]-২
এই মিনতি করি গো তোমায়
[মোরে রাখো রাঙা দুটি পায়]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *