মৃন্ময়ী তুমি মাগো তুমি মা দুর্গা
Mrinmoyi Tumi Mago Tumi Maa Durga
কথা-সুব্রত নাথ
মিউজিক এ্যারেঞ্জার
ও কম্পোজার-বিদ্যুত কর্মকার
শিল্পী-শুভজিৎ কুমার
[মৃন্ময়ী তুমি মাগো তুমি মা দুর্গা]-২
ত্রিলোকের ত্রিনয়নী
[অপার মহিমা তোমার তুমি মা দুর্গা]-২
তুমি যে শিবের ঘরনী মা
তুমি যে শিবের ঘরনী।
[শক্তিরূপে কখনো তুমি
শক্তিরূপেন সংস্থিতা,
মাতৃরূপে কখনো মাগো
তুমি সবার পরিত্রাতা]-২
[তুমি সৃষ্টি তুমি বিনাশিনী
মহিষাসুর মর্দিনী]-২
তুমি যে শিবের ঘরনী মা
তুমি যে শিবের ঘরনী।
[ধরাধামে তুমি মা
দুর্গে দূর্গতিনাশিনী,
রূপংদেহি যশোদেহী,
তুমি কমলকামিনী]-২
[আগমনীর সুর বাজে,
কাঁপিছে যে ধরণী]-২
তুমি যে শিবের ঘরনী
মা শিবের ঘরনী।
[মৃন্ময়ী তুমি মাগো তুমি মা দুর্গা]-২
ত্রিলোকের ত্রিনয়নী
[অপার মহিমা তোমার তুমি মা দুর্গা]-২
তুমি যে শিবের ঘরনী
[মা তুমি যে শিবের ঘরনী]-২