মুর্শিদ চরণ অমূল্য ধন | Murshid Charan Amulya Dhan | Song Lyrics

মুর্শিদ চরণ অমূল্য ধন
Murshid Charan Amulya Dhan
সাধক কালা শাহ
মুর্শিদ চরণ অমূল্য ধন
আমার মুর্শিদ পরশমনি গো, লোহারে বানাইলায় কাঞ্চা সোনা
মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন থাকতে চিনলাম না ।।
মুর্শিদ চরণ যে করছে সাধন,
বিনা দুধে দৈ পাতিয়া তুলিয়াছে মাখন
সেই যে মাখন, কর ভক্ষণ, ভবক্ষুধা থাকবে না ।।
মুর্শিদ নামে গলে পর হার,
কুলকলঙ্ক লাজলজ্জা কি করিব তোমার
এগো মুর্শিদ, মুর্শিদ, মুর্শিদ বইলে, সদায় কর কল্পনা ।।
হৃদ কমলে যখন ফুটবে ফুল,
মন মনুরা জ্ঞানচান তোর হইবে আকুল
এগো দেখলে ছবি পাগল হবি, কারো মানা শুনবে না ।।
মুর্শিদ নামে ছাড়বে নিঃশ্বাস,
মনারবছে হাওয়া নিকলে কেবলও বাতাস
এগো নিঃশ্বাসে বিশ্বাস করিয়া ধ্যানে নামটি জপ না ।।
কালা শায় কয় আরে মন পাগল,
সরলে গরল মিশাইয়া হারাইলে সকল
এগো সরল দেশে ডুবিয়া থাক, গরল লাগ পাবে না ।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *