মুরলী বাজে প্রেম-বৃন্দাবনে | Muroli Baje Prem Brindabone | Key Lyrics

মুরলী বাজে প্রেম-বৃন্দাবনে
Muroli Baje Prem Brindabone
ছায়াছবি-গরীবের মেয়ে
কথা-বিমল ঘোষ
শিল্পী-প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সমরেশ রায়
আ আ আ আ
মুরলী বাজে প্রেম-বৃন্দাবনে
আজি মুরলী বাজে প্রেম-বৃন্দাবনে
[নব অনুরাগিনী শ্যামসোহাগিনী]-২
[অভিসারে চলে রাধা কুঞ্জবনে]-২
মুরলী বাজে প্রেম-বৃন্দাবনে
আজি মুরলী বাজে প্রেম-বৃন্দাবনে।
[কোকিল কুহু কুহু কহে তরুশাখে,
মিলনি চলে রাধা মুখ-শশী ঢাকে]-২
[সুরভিত বনতলে ফুল্ল কুসুমদলে]-২
মোহিত অলিকুল গুঞ্জরণে
মুরলী বাজে প্রেম-বৃন্দাবনে
আজি মুরলী বাজে প্রেম-বৃন্দাবনে।
মধুঋতু বসন্তে আ আ আ
[মধুঋতু বসন্তে কহে ব্রজনারী,
হে প্রিয়-সুন্দর হে গিরিধারী]-২
[দাও প্রিয় দরশন অন্তরে অনুক্ষণ]-২
রাধার জীবনসখা মধু মিলনে
মুরলী বাজে প্রেম-বৃন্দাবনে
আজি মুরলী বাজে প্রেম-বৃন্দাবনে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *