মুখটা যে গোলাপ তোমার, চোখটা যে পদ্মকলি
Mukhta Je Golap Tomar, Chokhta Je Padmakali
বাংলা ভার্সন:
ছবি-আনাড়ি
শিল্পী-বিনোদ রাঠোড়
মুখটা যে গোলাপ তোমার,
চোখটা যে পদ্মকলি।।
রংটা তোমার দেখে গো,
রুপটা তোমার দেখে গো,
প্রেমের জ্বালাতে জ্বলি।।
মুখটা যে গোলাপ তোমার,
চোখটা যে পদ্মকলি।
রংটা তোমার দেখে গো,
রুপটা তোমার দেখে গো,
প্রেমের জ্বালাতে জ্বলি।।
হরিণীর মত চঞ্চল যে তুমি,
ময়ূরীর মত তোমার চলা যে।।
কপালের টিপে সূর্য্য যে জ্বলে
রাত কালো চুলে
থাকো যে সেজে।
ঐ লক্ষ তারা,
হয় যে দিশেহারা
তোমার মত কেউ তো
নেই গো এখানে।
যতই খুঁজি মরি
ভুল যে আমি করি
তোমার মত ফুল যে
নেই গো বাগানে।
তুমি যে সুখের পরী,
লাগেনা দু:খের কালি।।
রংটা তোমার দেখে গো,
রুপটা তোমার দেখে গো,
প্রেমের জ্বালাতে জ্বলি।।
পৃথিবীর বুকে আলো ছড়াতে,
মাটিতে এলে ওগো চাঁদিনী।।
তোমার ঠোঁটে গানের কবিতা
নি:শ্বাসে শুনি কত রাগিণী
বামন পুরুত ডেকে,
পাঁজি পুঁথি দেখে
খবর পাঠাবে যে
তোমার বাড়িতে।
বর সাজবো আমি,
কনে সাজবে তুমি
ঘোমটা দেবে মাথায়
নতুন শাড়িতে।
এ শুধু স্বপ্ন আমার,
সত্যি করে যে বলি।।
রংটা তোমার দেখে গো,
রুপটা তোমার দেখে গো,
প্রেমের জ্বালাতে জ্বলি।।
মুখটা যে গোলাপ তোমার
চোখটা যে পদ্মকলি
রংটা তোমার দেখে গো,
রুপটা তোমার দেখে গো,
প্রেমের জ্বালাতে জ্বলি।।