মিঠে কথায় চিড়া ভিজবে না | Mithe Kothay Chire Bhijbe Na | Keylyrics

মিঠে কথায় চিড়া ভিজবে না
Mithe Kothay Chire Bhijbe Na
আলমগীর হক
মিঠে কথায় চিড়া ভিজবে না
আগে মন সোজা পথে চল
প্রতি কর্মের খেয়াল রেখে
জীবন কে করো সরল
গোপন কর্ম কেউ জানেনা
মনে করতেছো এই ভাবনা
তোমার আগে জানে একজনা
সে কিন্তু জানে সকল
পর কে ফাঁকি দিয়ে তুমি
দেখাইতে চাও মহাজ্ঞানী
হবে স্বীয় কর্মে নিজে আসামি
যদি অন্তরে থাকে গরল
নিজের স্বার্থ সিদ্ধির আশায়
র‌ইলে মিশে সত্য মিথ্যায়
আলমগীর বলে আখের বেলায়
সকল হবে রসাতল।
মিঠে কথায় চিড়া ভিজবে না | Mithe Kothay Chire Bhijbe Na | Keylyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *