মিঠে কথায় চিড়া ভিজবে না
Mithe Kothay Chire Bhijbe Na
আলমগীর হক
মিঠে কথায় চিড়া ভিজবে না
আগে মন সোজা পথে চল
প্রতি কর্মের খেয়াল রেখে
জীবন কে করো সরল
গোপন কর্ম কেউ জানেনা
মনে করতেছো এই ভাবনা
তোমার আগে জানে একজনা
সে কিন্তু জানে সকল
পর কে ফাঁকি দিয়ে তুমি
দেখাইতে চাও মহাজ্ঞানী
হবে স্বীয় কর্মে নিজে আসামি
যদি অন্তরে থাকে গরল