মিছে মায়ায় মজিয়ে মন
Miche Mayay Mojiye Mon
ফকির লালন সাঁই
মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে।
তুমি বা কার কে বা তোমার এই সংসার।
এত পিরিত দন্ত জিহ্বায়
কায়দা পেলে সেও সাজা দেয়
স্বল্পেতে সব জানিতে হয় ভাব নগরে।
সময়ে সকলই সখা
অসময় কেউ দেয় না দেখা
যার পাপে সে ভোগে একা চার যুগে রে।
আপনি যখন নও আপনার
কারে বলো মন আমার আমার
সিরাজ সাঁই কয় লালন তোমার জ্ঞান নাহি রে।