মা মা কালী সেজে Lyrics
Maa Maa Kali Seje Lyrics
মা মা কালী সেজে
Maa Maa Kali Seje
নজরুল গীতি
তাল-দাদরা
সুর-চিত্ত রায়
শিল্পী-মৃনাল কান্তি ঘোষ
মা মা কালী সেজে Lyrics
মা মা কালী সেজে
ওমা কালী সেজে ফিরলি ঘরে
কচি ছেলে কাজল মেখে
কালী সেজে।
একলা আমি কেঁদেছি মা।।
সারাটি দিন ডেকে ডেকে
কালী সেজে ;
ওমা কালী সেজে ফিরলি ঘরে
কচি ছেলে কাজল মেখে।
হাত বাড়ায়ে মা তোর কোলে
আমি যাব না আর মা মা বলে
হাত বাড়ায়ে মা তোর কোলে
যাব না আর মা মা বলে।
মা হয়ে তুই ঘুরে বেড়াস।।
আমায় ধূলায় ফেলে রেখে
কালী সেজে ;
ওমা কালী সেজে ফিরলি ঘরে
কচি ছেলে কাজল মেখে।
তোর আর ছেলেদের অনেক আছে,
আমার যে মা নাই গো কেহ,
আমি শুধু তোরেই জানি,
যাচি শুধু তোরই স্নেহ।।
মা তাই আর করে যেই করিস কোলে
মোর দুচোখ ভরে আসে জলে মাগো
আমি রাগে অনুরাগে কাঁদি
অভিমানে দূরে থেকে
কালী সেজে ;
ওমা কালী সেজে ফিরলি ঘরে
কচি ছেলে কাজল মেখে।
কালী সেজে
Maa Maa Kali Seje Lyrics