মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার
Maa Toder Khapar Hat Bazar Lyrics
রামপ্রসাদী গান
প্রসাদী-একতালা
মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার
ক্ষ্যাপার হাট-বাজার
মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার।
গুনের কথা কব কার মা
গুনের কথা কব কার।
ক্ষ্যাপার হাট-বাজার
মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার।
তোরা দুই সতীনে কেউ বুকে,
কেউ মাথায় চড়িস্ তাঁর।।
ক্ষ্যাপার হাট-বাজার,
মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার।।
কর্তা যিনি ক্ষ্যাপা তিনি,
ক্ষ্যাপার মূলাধার।।।
আবার চাকলা-ছাড়া চেলা দুটো,
সঙ্গে অনিবার।।
ক্ষ্যাপার হাট-বাজার
মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার।
গুনের কথা কব কার মা
গুনের কথা কব কার।
তোরা দুই সতীনে কেউ বুকে,
কেউ মাথায় চড়িস্ তাঁর।।
ক্ষ্যাপার হাট-বাজার,
মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার।।
গজ বিনে গো আরোহণে,
ফিরিস্ কদাচার।।।।
মণি মুক্তা ফেলে পরিস্ গলে,
নরশির হার।।
ক্ষ্যাপার হাট-বাজার
মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার।
গুনের কথা কব কার মা
গুনের কথা কব কার।
তোরা দুই সতীনে কেউ বুকে,
কেউ মাথায় চড়িস্ তাঁর।।
ক্ষ্যাপার হাট-বাজার,
মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার।।
শ্মশানে মশানে ফিরিস্,
কার বা ধারিস্ ধার।।।।
এবার রামপ্রসাদকে ভবঘোরে,
করতে হবে পার।।
ক্ষ্যাপার হাট-বাজার
মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার।
গুনের কথা কব কার মা
গুনের কথা কব কার।
তোরা দুই সতীনে কেউ বুকে,
কেউ মাথায় চড়িস্ তাঁর।।
ক্ষ্যাপার হাট-বাজার,
মা তোদের ক্ষ্যাপার হাট-বাজার।।।