মা তুমি কে কেউ জানে না
Maa Tumi Ke Keu Jane Na
Mahendranath (Premik) Bhattacarya
কথা-মহেন্দ্রনাথ(প্রেমিক)ভট্টাচার্য্য
মা তুমি কে কেউ জানে না
ও মা তুমি কে কেউ জানে না
ওমা নানা লোকে বলছে
ওমা নানা লোকে বলছে নানা
মা তুমি কে কেউ জানে না।।
বেদাগমে পুরাণেতে মা,
বলে গেছে নানা থানা।।
হলো তাই যে তোমার অধিক মহিমা,
এই কথা তো কেউ বলেনা।।
মা তুমি কে কেউ জানে না।
বেদান্তেতে আছে অন্ত মা,
তাও তো কভু যায় না শোনা।।
ওমা সাংক্ষ্য পাতঞ্জল মীমাংসায়,
মীমাংসা কিছুই হল না।।
মা তুমি কে কেউ জানে না।
অনন্তরূপিনীর অন্ত মা,
বৈশেষিকেতেও মেলে না।।
ওমা চিদাকাশে যার যা ভাসে,
সেই তাদের বোধের সীমানা।।
মা তুমি কে কেউ জানে না।
প্রেমিক বলে গোলেমালে মা,
ছেড়ে গেছে সব ক’ জনা।।।
(ওমা)ব্রহ্মা বিষ্ণু শূলপাণি,
এরা স্বরুপ দেখতে সবাই কানা।।
মা তুমি কে কেউ জানে না
ও মা তুমি কে কেউ জানে না
ওমা নানা লোকে বলছে
ওমা নানা লোকে বলছে নানা
মা তুমি কে কেউ জানে না।।
English Translation:
Mother,nobody
knows who you really are
Different people describe you
variously,Scriptures.
fail to come to a conclusion.
The ultimate Truth is there
in the Vedanta
But it can never be known.
Whatever appears in the space of one’s
consciousness
That is the limit of one’s understanding.
Premik says,what all have managed
is only a confusion.
As for seeing Her true Form
Even Brahma,Vishnu,Maheswar
are all blind.’