মা আছেন আর আমি আছি,
ভাবনা কি আর আছে আমার।।
আমি মায়ের হাতে খাই পরি
মা নিয়েছেন আমার ভার।।
মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার
পড়ে সংসার পাকে
ঘোর বিপাকে
যখন দেখি অন্ধকার।।
সেই ঘোর আঁধারে
মা আমারে
বানী শোনায় বারে বার
মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার
এসে ছয়জনাতে একই সাথে,
পথ ভুলায় যে বারে বার।।
(সে)বিপদ হতে ধরে হাতে
মা যে করিছেন উদ্ধার।।
মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার
আমি ভুলেও থাকি তবুও দেখি
ভোলেনা মা একটিবার।।
এমন স্নেহের আধার
কে আছে আর
মা যে আমার আমি মা’র
বড় স্নেহের আধার
মা যে আমার
আমি মায়ের মা আমার
মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার
লগ্নী-খাম্বাজ-কাহারবা
“মনোমোহন চক্রবর্ত্তীর গান”
কন্ঠ-অজয় চক্রবর্ত্তী/
রাঘব চ্যাটার্জী/
প্রিয়াঙ্কা চক্রবর্ত্তী/
কল্পনা বোস