মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে
Mayer Murti Gorate Chai Moner Bhrome Mati Diye
রামপ্রসাদী গান
রাগিনী মূলতান,তাল একতালা
শিল্পী-অনুরাধা পড়ওয়াল
রাগিনী মূলতান,তাল একতালা
শিল্পী-অনুরাধা পড়ওয়াল
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে(২)
মায়ের মূর্তি গড়াতে চাই
মা বেটি কি মাটির মেয়ে
মিছে খাটিছ মাটি নিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
করে অসি মুন্ডমালা,
সে মাটি কি মাটির বালা(২)
মাটিতে কি মনের জ্বালা
দিতে পারে নিবাইয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
শুনেছি মা’র বরণ কালো,
সে কালোতে ভুবন আলো
শুনেছি মা’র বরন কালো মা মা…
শুনেছি মা’র বরন কালো
সে কালোতে ভুবন আলো
মায়ের মত হয় কি কালো,
মাটিতে রং মাখাইয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
মায়ের আছে তিনটি নয়ন,
চন্দ্র,সূর্য্য আর হুতাশন(২)
কোন্ কারিগর আছে এমন,
দিবে একটি নিরমিয়ে?
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
অশিব নাশিনী কালী,
সে কি মাটি খড় বিচালি(২)
কে ঘুচাবে মনের কালি
প্রসাদে কালী দেখাইয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
মা বেটি কি মাটির মেয়ে
মিছে খাটিছ মাটি নিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে(২)
মায়ের মূর্তি গড়াতে চাই