মানুষ লুকাল কোন শহরে
Manush Lukalo Kon Shohore
ফকির লালন সাঁই
মানুষ লুকাল কোন শহরে ।
এবার মানুষ খুঁজে পাই নে তারে ।।
ব্রজ ছেড়ে নদে এল
পূর্বান্তরে খবর দিল
নদে ছেড়ে কোথায় গেল
যে জান সে বলো মোরে ।।
স্বরূপের সেই রূপ দেখা
যেমন চাঁদের আভা
অমনি মত থেকে থেকে
কোথায় প্রভু বারাম দেয় রে ।।
কেউ বলে তার নিজ ভজন
লয়ে নিজ দেশে গমন
মনে মনে ভাবে লালন
নিজ দেশ এবার বলি কারে ।।