মানুষ মানুষ সবাই বলে
Manush Manush Sobai Bole
ফকির লালন সাঁই
মানুষ মানুষ সবাই বলে।
আছে কোন মানুষের বসত কোন দলে।।
অযোনি সহজ সংস্কার
কার সঙ্গে কি সাধবো এবার
না জানি কেমন প্রকার
বেড়ায় হরি বোল বলে।।
সংস্কার সাধন না জানি
কোথায় সহজ কোথায় অযোনি
না জানি তার ভাব করণি
আজব এই মানুষ লীলে।।
তিন মানুষের করণ বিচক্ষণ
তা জানলে হবে এক নিরুপণ
তাই না বুঝে অবোধ লালন
পলো বিষম গোলমালে।।