মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে | Manush Pathik Beshe Ghurche Deshe Deshe | Key Lyrics

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে
Manush Pathik Beshe Ghurche Deshe Deshe
ছায়াছবি: তোমার আমার প্রেম (১৯৯৮)
শিল্পী: উদিত নারায়ণ
[মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে
একটু ছায়াতলে থমকে দাঁড়ায়]-২
[স্মৃতিটুকু রেখে শুধু]-২
একদিন তো চলে যায়।
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে
একটু ছায়াতলে থমকে দাঁড়ায়।
[এমনি করে হেসেখেলে,
ফাগুন ফুরায় শেষ বিকেলে]-২
এইতো আলো এই আঁধার,
ঘিরে রাখে জীবন সবার।
জানি পথে যেতে যেতে,
চরণ থেমে যায়।
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে
একটু ছায়াতলে থমকে দাঁড়ায়।
[হৃদয় প্রদীপ জ্বেলে নিয়ে,
পথের টানে যায় এগিয়ে]-২
হয়ত সুখে,নয় ব্যথায়
ক্ষণিক জীবন ফুরিয়ে যায়।
তবু সবাই ভালবেসে
জীবন শুধু চায়।
মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে
[একটু ছায়াতলে থমকে দাঁড়ায়]-৩

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *