মানুষ তো খেলনা নয় | Manush To Khelna Noy | Lyrics

মানুষ তো খেলনা নয়
Manush To Khelna Noy
ছায়াছবি: স্বামী কেন আসামি
কথা: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: বাপ্পী লাহিড়ী
শিল্পী: মোঃ আজিজ ও কবিতা কৃষ্ণমূর্তি
মানুষ তো খেলনা নয়।।
বাঁচবে মরবে যুদ্ধ করবে এ এ
এটাই তো তার পরিচয়।
মানুষতো খেলনা নয়।।।।
আজ যা মন্দ কাল তাই ভালো
এখানে অন্ধকার ওখানে আলো
যা হবার হোক যে যাই বলুক
একদিন আসবে সেই সুসময়।।
একদিন আসবে সেই সুসময়।
মানুষ তো খেলনা নয়।।
বাঁচবে মরবে যুদ্ধ করবে এ এ।।
এটাই তো তার পরিচয়।।
মানুষতো খেলনা নয়।।
আজ যা মিথ্যে আজ যা ভুল,
কালকে সত্যের ফুঁটবে ফুল,
তাই বলে যাই কোন ভয় নাই,
সবশেষে একবার হবেই তো জয়।।
সবশেষে একবার হবেই তো জয়
মানুষতো খেলনা নয়।।
বাঁচবে মরবে যুদ্ধ করবে এ এ।।
এটাই তো তার পরিচয়।।
মানুষতো খেলনা নয়।।।।

Check Also

Julmi Sawariya Lyrics | ढोल बाजे तो Lyrics | Divyenndu

Julmi Sawariya Lyrics | Divyenndu | Charmee Zaveri | Amit Trivedi | Bhoomi Trivedi |Kumaar …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *