মাতৃজাতির পানে চাহিলে নয়নে | Matrijatir Pane Chahile Noyone | Key Lyrics

মাতৃজাতির পানে চাহিলে নয়নে
Matrijatir Pane Chahile Noyone
Key Lyrics
মাতৃজাতির পানে চাহিলে নয়নে
ভক্তি রেখ মনে,যদি ভালোবাসা চাও।।
যার গর্ভে জন্ম নিলে বুক চুষিয়া খাইলে
এখন কেন পাগলা ছেলে,অন্য ভাবে চাও?
সৃষ্টি আর পতন তাহদেরই কারণ
আগুনের কাছে এমন সাধ করে কেন যাও।।
কুচিন্ত কুব্যবহার করিলে কেবল সার
হৃদি রাজ্য অন্ধকার,কত কষ্ট পাও।।
অমায়িক ভাবে মহা পুণ্য লাভে
পরম আনন্দে সবে মিশিয়া বেড়াও।।
পরের মেয়ে সুন্দরী কাম-আশা পরিহরি
মাতৃত্ব মনন করি,ভক্তি জানাও।।
চরণ তলে কাশী প্রেমে ভালোবাসি
পবিত্র প্রণয় হাসি,প্রানেতে ফোটাও।।
মাতৃজাতির পানে চাহিলে নয়নে | Matrijatir Pane Chahile Noyone | Key Lyrics

Check Also

a logo for keylyrics.com

Boudi Khela Hobe Lyrics | বৌদি খেলা হবে Lyrics | Keshab Dey

Boudi Khela Hobe Lyrics | বৌদি খেলা হবে Lyrics | Keshab Dey Song – Boudi …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *