মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে | Matir Pinjirar Majhe Bondi Hoiya Re | Key Lyrics

মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
হাসন রাজার গান
শিরোনামঃ মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
শিল্পীঃ সেলিম চৌধুরী
সুরকারঃ হাছন রাজা
গীতিকারঃ হাছন রাজা

মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে

কান্দে হাসন রাজার মন মনিয়া রে।।

মায়ে বাপে বন্দী কইলা, খুশির মাঝারে

লালে ধলায় বন্দী হইলাম, পিঞ্জিরার মাঝারে।।

উড়িয়া যায় রে ময়না পাখি, পিঞ্জিরায় হইল বন্দি

মায়ে বাপে লাগাইলা, মায়া জালের আন্দি।।

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট করে

মজবুত পিঞ্জিরা ময়নায়, ভাঙ্গিতে না পারে।।

উড়িয়া যাইব শুয়া পক্ষী, পড়িয়া রইব কায়া

কিসের দেশ কিসের খোশ, কিসের দয়া মায়া।।

ময়নাকে পালিতে আছি দুধ কলা দিয়া

যাইবার কালে নিষ্ঠুর ময়নায় না চাইব ফিরিয়া।।

হাসন রাজায় ডাকব তখন ময়না আয়রে আয়

এমন নিষ্ঠুর ময়নায়, আর কি ফিরিয়া চায়।।

মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে  Matir Pinjirar Majhe Bondi Hoiya Re  Key Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *