মাগো বীণাপাণি আমার | Maago Binapani Amar | Key Lyrics

মাগো বীণাপাণি আমার
Maago Binapani Amar
কথা: শুভজিৎ দাস (শুভ)
শিল্পী: সুশীলা দাস
মাগো বীণাপাণি আমার তুমি যে সবাকার
অশ্রুজলে তোমায় নমি কৃপা কর সবার।
মাগো সরস্বতী আমার তুমি যে সবাকার
অশ্রুজলে তোমায় পূজি কৃপা কর সবার।
[করুণাময়ী মাগো তুমি করুণা-পাথার]-২
মাগো বীণাপাণি আমার তুমি যে সবাকার
অশ্রুজলে তোমায় নমি কৃপা কর সবার।
[জ্ঞান বুদ্ধির দাত্রী তুমি সকল বিদ্যাদায়িনী
জ্ঞানের আলো জ্বালাও মোদের ওমা জগজ্জননী]-২
[(তুমি) জ্ঞানের আলো না জ্বালিলে
রবো মোরা অজ্ঞানী]-২
মাগো বীণাপাণি আমার তুমি যে সবাকার
অশ্রুজলে তোমায় নমি কৃপা কর সবার।
[মাঘমাসে তোমার পূজা সবারই তো জানা
প্রতি শিক্ষালয়ে ঘরে ঘরে তোমার উপাসনা]-২
[(তোমার) আশিসের আশায়
সকল বিদ্যার্থীর আরাধনা]-২
মাগো সরস্বতী আমার তুমি যে সবাকার
অশ্রুজলে তোমায় পূজি কৃপা কর সবার।
[তুমি যারে হও গো সদয় তার থাকেনা কোনো ভয়
সুর সাধনা পাঠ্য শিক্ষা সব কিছুতেই তারই জয়]-২
[(মাগো) অধম শুভ সুশীলার
তুমি ছাড়া কেউ তো নাই]-২
মাগো বীণাপাণি আমার তুমি যে সবাকার
অশ্রুজলে তোমায় নমি কৃপা কর সবার।
মাগো সরস্বতী আমার তুমি যে সবাকার
অশ্রুজলে তোমায় পূজি কৃপা কর সবার।
[করুণাময়ী মাগো তুমি করুণা-পাথার]-২
মাগো বীণাপাণি আমার তুমি যে সবাকার
অশ্রুজলে তোমায় নমি কৃপা কর সবার
অশ্রুজলে তোমায় পূজি কৃপা কর সবার
[অশ্রুজলে তোমায় নমি কৃপা কর সবার]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *