মাগো তোর চরণে সঁপে দিলাম আমার
দুটি নয়ন তারা।
তাই যেদিক পানে চাই যখনি দেখি না তো
তারা ছাড়া।।
তুই যে আছিস তিন ভুবনে এই মাটীতে
ঐ গগনে।
মাগো ক্ষুধা তে তুই তৃষ্ণা তে তুই
তুই যে অশ্রু জলের ধারা।
তুই অগতির গতি রে মা নে আমাকে
কোলে নে মা।
মা মাগো—
আমার সব জ্বালা মা জুড়িয়ে যাবে
কাছে পেয়ে তোকে তারা।
জয় তারা জয় জয় তারা