মাকে ডাকার হয় না সময়
Maa Ke Daakar Hoy Na Somoy
অ্যালবাম: মা
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: নবীন চ্যাটার্জী
কণ্ঠ: কবিতা কৃষ্ণমূর্তি
[মাকে ডাকার হয় না সময়
অন্য কাজে ব্যস্ত থাকি]-২
জেনেশুনে চিরটাকাল
আমায় আমি দিই যে ফাঁকি
অন্য কাজে ব্যস্ত থাকি
[মাকে ডাকার হয় না সময়
অন্য কাজে ব্যস্ত থাকি]-২
[খুঁজি কেবল পার্থিব ধন
আত্মসুখে থাকি মগন]-২
[দু’হাত ভরা মিথ্যে দিয়ে
সত্যটাকে ঢেকে রাখি]-২
অন্য কাজে ব্যস্ত থাকি
[মাকে ডাকার হয়না সময়
অন্য কাজে ব্যস্ত থাকি]-২
[রোজই ভাবি আর দেরি নয়
মায়ের কাছে এবার যাবো
মায়ার খেলা ভাঙব এবার
মোহ থেকে মুক্তি পাবো]-২
[রাতের স্বপন দিনে হারায়
ভুলের পথে মন ছুটে যায়]-২
[তিনটি ভুবন দেখায় যে মা
তাকে ফেলে আমায় দেখি]-২
অন্য কাজে ব্যস্ত থাকি
মাকে ডাকার হয়না সময়
অন্য কাজে ব্যস্ত থাকি
জেনেশুনে চিরটাকাল
আমায় আমি দিই যে ফাঁকি
অন্য কাজে ব্যস্ত থাকি
[মাকে ডাকার হয়না সময়
অন্য কাজে ব্যস্ত থাকি]-২