মহা ভাবের মানুষ হয় যে জনা
Moha Bhaber Manush Hoy Je Jona
ফকির লালন সাঁই
মহা ভাবের মানুষ হয় যে জনা
তারে দেখলে যায় রে চেনা |
তার আঁখি দুটি ছলছল
মৃদু হাসি বদন খানা ।।
ফলের আশা করে না যে
ফুলের মধু পান করে সে
সে তো রসিক জনা
তার কাম নদীতে চর পড়েছে
প্রেম নদীতে জল ধরে না ।।
সদাই থাকে শান্ত রতি
নির্জনে তার গতাগতি
করে জগতপতির সাধনা
তার হেতুর সঙ্গে নাই সম্বন্ধ
নিহেতু তে বেচাকেনা ।।
সদাই থাকে নিগুম ঘরে
ডাকে গুরু রূপ নিহারে
সে জন অন্য রূপ বুঝে না
দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন
তোমার গুরুকে বিশ্বাস হলো না ।।